স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ১৫ জানুয়ারি: তিরিশ টাকায় কোটিপতি এক যুবক। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে। যুবকের নাম মিঠু দেবশর্মা, পেশায় রাজ মিস্ত্রীর কাজ করেন তিনি। বাড়ি রায়গঞ্জে বিরঘই গ্রামপঞ্চায়েতের গোয়ালগাও এলাকায়। শনিবার মিঠু রায়গঞ্জের কসবা এলাকা থেকে ৩০ টাকা দিয়ে একটি লটারির টিকিট কাটে। শনিবার রাতে সেই টিকিট মেলাতেই দেখেন টিকিটে এক কোটি টাকার পুরস্কার লেগেছে। এরপর তিনি রবিবার রায়গঞ্জ থানায় এসে কোটি টাকা পাওয়ার ব্যাপারটি জানান।

এই বিপুল পরিমাণ টাকা পেয়ে পেশায় রাজমিস্ত্রী মিঠু বলেন, তিনি বাড়ি তৈরির পাশাপাশি বোনের বিয়ে দেবেন এবং বাকি টাকা তিনি ফিক্সড ডিপোজিট করবেন।
অন্যদিকে গ্রামের ছেলে কোটি টাকার লটারি জেতায় খুশি গ্রামের মানুষ।

