জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: করোনা আবহে গত পাঁচ মাসে মাস্কে রাজনৈতিক দলগুলির প্রতীক ব্যবহার করে লাখ টাকা রোজগার করেছেন দাঁতনের সাবড়া এলাকার বাসিন্দা নজরুল আলী।
গরিব নজরুল আলী লকডাউনে ৫ মাস মাস্কের ব্যবসা করছেন। বেলদা থানার ঠাকুরচকে রাস্তার উপর বসে রাজনৈতিক দলগুলির প্রতীক আঁকা মাস্ক বিক্রি করছেন। অন্যান্য মাস্ক বিক্রেতাদের ভিড়ে তার এই অভিনবত্ব তাকে লাখপতি করে তুলেছে।
নজরুলের কাছে পাওয়া মাস্ক গুলিতে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতীক রয়েছে। সমাজের বেশির ভাগ লোকজনই কোনও না কোনও রাজনৈতিক দলের পক্ষ নিয়ে কাজকর্ম করে থাকেন। পছন্দের দলের প্রতি তাদের দুর্বলতাকে কাজে লাগিয়ে নজরুল বিভিন্ন রাজনৈতিক দলের প্রতীক আঁকা মাস্ক বিক্রি করে চলেছেন গত পাঁচ মাস ধরে। নজরুল জানায়, মাস্ক বিক্রির ক্ষেত্রে গতি আনতে তার এই উদ্যোগ। রাজনৈতিক প্রতীক আঁকা মাস্কগুলি দোকানে সাজিয়ে রাখায় দলের নেতাকর্মীরা ভিড় করে তা কিনে নিয়ে যাচ্ছেন। তাঁর কোনও রাজনীতির রং নেই। রোজগারের তাগিদে তিনি এই পথ ধরেছেন এবং প্রায় তিরিশ হাজার মাস্ক বিক্রি করেছেন।