ফের কাশ্মীরে এক হিন্দুকে হত্যা করল জঙ্গিরা, সন্ত্রাসীদের নিশানায় এবার ব্যাঙ্ক ম্যানেজার

আমাদের ভারত, ২ জুন: দোকান কর্মী, সরকারি কেরানি, স্কুলের শিক্ষিকার পর ব্যাঙ্ক ম্যানেজারকে হত্যা করল জঙ্গিরা। জম্মু কাশ্মীরের জঙ্গিদের গুলিতে খুন হলেন আরোও এক হিন্দু।

বৃহস্পতিবার কুলগাম জেলার এলাকুয়াই দেহাতি ব্যাঙ্কের ভিতরে ঢুকে বিজয় কুমার নামে ওই ব্যাঙ্কের ম্যানেজারকে গুলি করে খুন করে এক জঙ্গি। সংবাদ সংস্থা এএনআই একটি সিসিটিভি ফুটেজ প্রকাশ করেছে। পুলিশ সূত্রে খবর, ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ব্যাঙ্ক ম্যানেজার বিজয় কুমারের। তিনি আদপে রাজস্থানের বাসিন্দা।

গত ৩ থেকে ৪ সপ্তাহে এই নিয়ে কাশ্মীরের ৪ জন হিন্দুকে খুন করল জঙ্গিরা। মঙ্গলবার কুলগাম জেলার গোপালপরা এলাকার একটি স্কুল চত্বরে ঢুকে শিক্ষিকা রজনী বালাকে খুন করা হয়। এর আগে ১৩ মে বদগাম জেলার সরকারি কর্মী রাহুল ভাটকে হত্যা করে জঙ্গিরা তার দপ্তরেই। এরা দু’জনেই ছিলেন কাশ্মীরি পন্ডিত। ১৮ মে রাজ্যে রঞ্জিত সিং নামে স্থানীয় এক মদের দোকানের কর্মীকে খুন করা হয়েছিল।

কেন্দ্র এবং জম্মু-কাশ্মীর সরকার সুরক্ষার আশ্বাস দিয়েছে। একাধিক প্রবীণ নেতারা আর্জি জানিয়েছেন, ৯০ এর দশকের মত উপত্যকা ছেড়ে না যেতে। কিন্তু গত কয়েক মাস ধরে জঙ্গিরা বেছে বেছে উপত্যাকায় হিন্দুদের নিশানা করেছে। এই পরিস্থিতিতে হিন্দু পণ্ডিতদের একাংশ ফের উপত্যকা ছেড়ে চলে যেতে শুরু করেছেন। এর মধ্যে গত সপ্তাহে হিন্দু পণ্ডিতদের অবিলম্বে কাশ্মীর ছেড়ে যাওয়ার হুমকি দিয়েছে পাক মদদপুষ্ট জঙ্গি সংগঠন লস্কর ই ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *