আমাদের ভারত, ২১ ডিসেম্বর: আবার শহিদের রক্তে ভিজল কাশ্মীর। বৃহস্পতিবার জঙ্গি হানায় প্রাণ হারালো তিন সেনা জওয়ান। পুঞ্চে সেনা ট্রাকে আচমকায় গুলি বৃষ্টি করে জঙ্গিরা। গুরুতর আহত জওয়ানদের উদ্ধার করতে বিশেষ বাহিনী পাঠানো হয়। কিন্তু শেষ পর্যন্ত তিনজনকে বাঁচানো যায়নি।
সূত্রের খবর, বুধবার রাত থেকেই পুঞ্চের ডেরা কি গলি এলাকায় জঙ্গিদের সঙ্গে এনকাউন্টার শুরু হয় সেনার। বৃহস্পতিবার বিকেলে সেনার দুটি ট্রাক লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায় জঙ্গিরা। আহত জওয়ানদের সঙ্গে যোগাযোগ করা অসম্ভব হয়ে পড়ে। তবে শেষ পর্যন্ত বহু চেষ্টা করে আহত জওয়ানদের কাছে অ্যাম্বুলেন্স পৌঁছানো যায়। কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি। তিন সেনা কর্মীর মৃত্যুর খবর জানিয়েছে ভারতীয় সেনা। জানাগেছে, এখনো সেনার সঙ্গে গুলির লড়াই চলছে জঙ্গিদের। বাড়তি বাহিনী পাঠানো হয়েছে পুঞ্চে। তবে আর কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
বৃহস্পতিবার বিকেল পৌনে চারটের পর থেকে লাগাতার সংঘর্ষ চলছে দুই তরফে। ২০১৯- এর ১৪ ফেব্রুয়ারি আত্মঘাতী বিস্ফোরণে কেঁপে উঠেছিল পুলওয়ামা। প্রাণ হারিয়েছিল ৪০ জন সেনা জওয়ান। হামলার দায় স্বীকার করেছিল পাকিস্তান মদতপুষ্ট জঙ্গি সংগঠন জৈইশ ই মহম্মদ। চার বছর পরে সেই হামলার স্মৃতি আবার উসকে দিল আজকের ঘটনা।