আমাদের ভারত, মেদিনীপুর, ২১ মার্চ: করোনা ভাইরাস প্রতিরোধে প্রধানমন্ত্রী ঘোষিত “জনতা কারফিউ’য়ের সমর্থনে শনিবার পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন এলাকায় মাইক প্রচার করা হয়েছে। “জনতা কারফিউ” কর্মসূচি সফল করার জন্য ফেডারেশন অফ টেডার্স অর্গানাইজেশন (BFTO) নামে বেলদার একটি ব্যবসায়ি সংগঠন শনিবার বেলদা বাজারে মাইকিং করে প্রচার চালিয়েছে। নিজেদের নিরাপত্তার স্বার্থে রবিবার সকাল সাতটা থেকে রাত নটা পর্যন্ত গৃহবন্দি থাকতে এলাকার সাধারণ মানুষদের অনুরোধ জানানো হয়েছে।
অন্যদিকে, বেলদা থানার খাকুড়দাতে রবিবারে বসা হাট না-ও হতে পারে এই সম্ভাবনায় শনিবার দিনই কিছু ব্যবসায়ীকে পসরা সাজিয়ে বসেতে দেখা গেছে। ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের গুজবকে কেন্দ্র করে জিনিসপত্রের দাম বাড়িয়ে ব্যবসা চালিয়ে যাচ্ছে কিছু অসাধু ব্যবসায়ী। আলু পেঁয়াজ শাকসবজি থেকে শুরু করে দৈনন্দিন জিনিসপত্রে দাম ঊর্ধ্বমুখী হয়েছে