পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৪ জুলাই: তরুণ প্রজন্মর মোবাইলে আসক্তি কাটাতে তাদের দিয়ে পথ নাটক উৎসব পালন করছে মেদিনীপুরের তরুণ থিয়েটার। সংস্থার কর্তা বিশ্বজিৎ কুন্ডু, ড: সত্যব্রত দলুই, শান্তি দত্ত, চন্দন বোস, বজরং আগরওয়াল জানান, তাঁরা দেখছেন এখন যুব সমাজের বেশির ভাগ অংশ নাটক বিমুখ। অথচ তাঁরা মোবাইলে আসক্ত। এজন্য তাঁদের দু’ মাসের কর্মশালায় নাটকের প্রশিক্ষণ দিয়ে তাদের দিয়েই পথ নাটক মঞ্চস্থ করা হচ্ছে। মূল্য ফেরৎ, পাহারাদার, ভয় সহ কয়েকটি নাটক মঞ্চস্থ হবে শহরের পঞ্চুর চক এলাকায়।
বিশ্বজিৎ বাবু জানান, গত দু’ বছর ধরে তাঁরা মেদিনীপুরের নাট্য চর্চাকে অন্য ধারায় তুলে ধরেছেন। তাঁদের প্রযোজনায় আয়োজিত ফেসবুক ম্যারেজ, বীরাঙ্গনা রানী শিরোমণি দর্শকদের মন জয় করেছে। রাজ্যের বিভিন্ন জেলায় তা মঞ্চস্থ হয়েছে।