পার্থ খাঁড়া, আমাদের আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৬ জানুয়ারি: আজ খড়্গপুরে মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের ডাকে কেন্দ্রীয় সরকারের বাংলার প্রতি বঞ্চনার অভিযোগ, একশো দিনের বকেয়া টাকা আদায়ের দাবি এবং মহিলাদের প্রতি অসম্মানের অভিযোগ তুলে “সংঘবদ্ধ শপথ” অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করতে আগামী দিনে মানুষকে সঙ্গে নিয়ে এলাকায় এলাকায় মহিলা কর্মীদের আরো এগিয়ে আসার আহ্বান জানালেন তৃণমূলের রাজ্য সভানেত্রী তথা মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্য নেত্রী স্মিতা বক্সি, জেলা সভানেত্রী মামণি মান্ডি, পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা মাইতি, মেদিনীপুর সাংগঠনিক জেলার সভাপতি সুজয় হাজরাসহ অন্যান্য নেতৃবৃন্দ।

