পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৩ ডিসেম্বর: আজ পশ্চিম মেদিনীপুরে তৃণমূল কংগ্রেস কার্যালয়ে মেদিনীপুর সাংগঠনিক জেলার বর্ধিত সাধারণ সভা অনুষ্ঠিত হয়। আগামী দিনে বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ ভাবে লড়াই এবং মুখ্যমন্ত্রীর জনকল্যাণ মূলক প্রকল্পগুলো আরো বেশি করে মানুষের ঘরে ঘরে পৌঁছানো ও এলাকার মানুষকে সঙ্গে করে বিজেপি সরকারের বিরুদ্ধে গণ আন্দোলনের ডাক দেওয়া হয় আজকের সভা থেকে।
উপস্থিত ছিলেন মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের জেলা চেয়ারম্যান তথা বিধায়ক দীনেন রায়, তৃণমূল কংগ্রেসের মেদিনীপুর সাংগঠনিক জেলার সভাপতি সুজয় হাজরা, সাংগঠনিক জেলা মহিলা সভাপতি মামনি মান্ডি, বিধায়ক সূর্যকান্ত অট্ট, জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা মাইতি, প্রাক্তন বিধায়ক প্রদুৎ ঘোষ, জেলা পরিষদের দলনেতা মহঃ রফিক সহ অন্যান্য নেতৃবৃন্দ।