Bus service, MLA, June Mallya, মেদিনীপুর- কল্যাণী বাস যোগাযোগের সূচনা করলেন বিধায়ক জুন মালিয়া

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর,
২৭ জানুয়ারি: মেদিনীপুর শহর থেকে সরাসরি বাসে কল্যাণীর এইমস পর্যন্ত (AIIMS) শুক্রবার বাস যোগাযোগের সূচনা করলেন মেদিনীপুরের বিধায়ক জুন মালিয়া। মেদিনীপুর শহর থেকে ভায়া কোলাঘাট, বাগনান, কোনা এক্সপ্রেসওয়ে, দক্ষিণেশ্বর, ডানলপ, বারাসত, জাগুলি মোড় হয়ে কল্যাণী পৌঁছবে এই বাস। বেসরকারি উদ্যোগে আগামী ৩১ জানুয়ারি থেকে মেদিনীপুর সেন্ট্রাল বাসস্ট্যান্ড থেকে চলবে এই বাস। প্রতিদিন ভোর ৫টা ৫০ মিনিটে মেদিনীপুর বাসস্ট্যান্ড থেকে এই বাস ছাড়বে।

আপরদিকে, দুপুর ২টোয় ফের কল্যাণী থেকে এই বাস ছেড়ে আসবে। শুক্রবার এই বাসের আনুষ্ঠানিক সূচনা করেন বিধায়ক জুন মালিয়া, পৌরপ্রধান সৌমেন খান প্রমুখ। বিধায়ক বলেন, “এই প্রথম মেদিনীপুর শহর থেকে কল্যাণী পর্যন্ত সরাসরি বাস যোগাযোগের সূচনা হল। উপকৃত হবেন শহর তথা জেলাবাসী।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *