মেদিনীপুর ডঃ সুশীলা মন্ডল পাঠাগার অ্যান্ড সোসাইটির পক্ষ থেকে বড়দির জন্মদিবস পালন

পার্থ খাঁড়া, মেদিনীপুর, ২০ এপ্রিল:
বিশিষ্ট শিক্ষাব্রতী, শিক্ষা বিস্তার, শিক্ষা ও সামাজিক আন্দোলনের প্রবাদ প্রতিম ব্যক্তিত্ব ডঃ সুশীলা মণ্ডল এর ১০৪ তম জন্মদিবস আজ। এই দিনটিতে রাজাবাজারে মেদিনীপুর ডঃ সুশীলা মন্ডল পাঠাগার অ্যান্ড সোসাইটির পক্ষ থেকে ডঃ সুশীলা মন্ডল এর প্রতিকৃতিতে মাল্যদান করে তাঁকে শ্রদ্ধা জানানো হয়। উপস্থিত ছিলেন সংস্থার কমিটি সদস্য অমল মাইতি, ডাঃ প্রাণতোষ মাইতি, মানস রাণা, নমিতা পাল, ঝর্ণা জানা।

পাঠাগারের সম্পাদিকা মঞ্জুরি সাহু ও সভাপতি অতীন্দ্রনাথ বেরা বলেন, বড়দির নারী শিক্ষা বিস্তারের অক্লান্ত প্রচেষ্টাকে সামনে রেখে তাঁর ১০৪ তম জন্ম দিবস উপলক্ষে নারী শিক্ষা বিস্তারে বিদ্যাসাগর শীর্ষক প্রবন্ধ প্রতিযোগিতা হয়েছে। এছাড়া গল্প লিখন প্রতিযোগিতাও হয়েছে। বড়দির শিক্ষা বিস্তার ও সামাজিক আন্দোলনের চিন্তাকে প্রসারিত করার লক্ষ্যে তাঁর নামাঙ্কিত এই পাঠাগার নানান কর্মসূচি পালন করছে।

মানসবাবু জানান, আগামী ২২ এপ্রিল শনিবার, বিকাল ৫ টায় পাঠাগারের দশম বর্ষপূর্তি ও এই পাঠাগার আয়োজিত ছোটগল্প ও প্রবন্ধ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং ড: সুশীলা মন্ডলের ১০৪ তম জন্ম দিবস উৎযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে কর্নেলগোলায় ভগবতী শিশু শিক্ষায়তনে। এই অনুষ্ঠানে সবাইকে উপস্থিত হওয়ার আহ্বান জানাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *