পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৭ জুন: মেদিনীপুর কলেজ (স্বশাসিত)- এর মুকুটে যোগ হলো এক নতুন পালক। জি চব্বিশ ঘন্টা এডুকেশন এক্সেলেন্স অ্যাওয়ার্ড ২০২৪- এ ভূষিত হলো সার্ধশতবর্ষ প্রাচীন মেদিনীপুর কলেজ। ২৬ জুন বুধবার কলকাতার অভিজাত দ্য ওয়েস্টিনে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে মেদিনীপুর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ, অধ্যাপক সত্যরঞ্জন ঘোষের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়। পুরস্কার তুলে দেন ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এগজামিনেশন বোর্ডের চেয়ারপার্সন ডঃ মলয়েন্দু সাহা এবং ইন্ডিয়ান স্ট্যাটিসটিক্যাল ইনস্টিটিউটের অধিকর্তা ডঃ সঙ্ঘমিত্রা বন্দ্যোপাধ্যায়।
উপস্থিত ছিলেন জি চব্বিশ ঘন্টার চ্যানেল হেড আশিস দাভে। পশ্চিমবঙ্গের বিভিন্ন সরকারি এবং বেসরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান এবার এই পুরস্কার লাভ করে। হসপিটালিটি ম্যানেজমেন্ট, মেডিক্যাল, ইঞ্জিনিয়ারিং এমন বিভিন্ন বিভাগে পুরস্কৃত করা হয় রাজ্যের বিভিন্ন বিশিষ্ট কলেজ ও ইউনিভার্সিটিকে। সরকারি সাহায্যপ্রাপ্ত জেনারেল ডিগ্রি কলেজগুলির মধ্যে মেদিনীপুর কলেজ ছাড়াও বিবেকানন্দ উইমেন্স কলেজ, সরোজিনী নাইডু কলেজ ফর উইমেন, দার্জিলিং সাউথফিল্ড কলেজের মতো কতিপয় কলেজ এবছর এই পুরস্কার লাভ করে। সারা রাজ্যের সর্বমোট পাঁচটি কলেজ এবার এই বিভাগে পুরস্কৃত হয়। জি চব্বিশ ঘন্টা এডুকেশন এক্সেলেন্স অ্যাওয়ার্ড- এর এবছর নবম বর্ষ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি তাঁর ভাষণে সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত যেসব উচ্চশিক্ষা প্রতিষ্ঠান “বাংলার শিক্ষাক্ষেত্রে উল্লেখযোগ্য কাজ করছে তাদের পুরস্কৃত ও উৎসাহিত করার জি চব্বিশ ঘন্টার এই প্রয়াসকে সাধুবাদ জানান। কলেজের এই স্বীকৃতিতে স্বভাবতই আনন্দিত মেদিনীপুর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক সত্যরঞ্জন ঘোষ। তিনি বলেন, এই পুরস্কার সারাবছর নিষ্ঠার সঙ্গে সমস্ত শিক্ষামূলক কাজ করে যাওয়ার স্বীকৃতি। মেদিনীপুর কলেজের উৎকর্ষ পুরস্কারের ওপর নির্ভর না করলেও এই স্বীকৃতি যে ভবিষ্যতে কলেজকে তার মান আরো উন্নীত করার অনুপ্রেরণা যোগাবে এমনই আশা ব্যক্ত করেন তিনি। পশ্চিমবঙ্গের সেরা শিক্ষা প্রতিষ্ঠানগুলির মধ্যে স্থান করে নেওয়ায় খুশি মেদিনীপুর কলেজের শিক্ষক, শিক্ষাকর্মী, বর্তমান ও প্রাক্তন ছাত্রছাত্রী থেকে জেলার সকল মানুষজন।