প্রাক নারী দিবস পালন করে বসন্ত উৎসবে মাতলো মেদিনীপুর শহর মহিলা তৃণমূল কংগ্রেস

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৬ মার্চ: আগামী ৮ই মার্চ বিশ্ব নারী দিবস। এই উপলক্ষে প্রাক নারী দিবস পালন করলো মেদিনীপুর শহর মহিলা তৃণমূল কংগ্রেস। আজ মেদিনীপুর সাংগঠনিক জেলা বঙ্গজননী কমিটি এবং শহর মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে জেলা কংগ্রেসের কার্যালয়ে প্রাক নারী দিবস এবং বসন্ত উৎসব পালিত হয়। শহরের বিভিন্ন ওয়ার্ড থেকে প্রায় হাজার দুয়েক মহিলা, জেলা কার্যালয়ের সামনে থেকে বর্ণময় শোভাযাত্রা বের করে কেরানিতলা পর্যন্ত পরিক্রমা করে পুনরায় জেলা কার্যালয়ে এসে শেষ করে।

এখন বসন্ত কাল। আর বসন্ত মানে প্রকৃতিতে রঙের মেলা। তাকে সাঙ্গ করে সারা বিশ্ব মেতে উঠেছে বিভিন্ন ভাবে রঙের উৎসবে। তাই শহর মহিলা তৃণমূল কংগ্রেস শুধুমাত্র নারী দিবস পালন করলো না, সাথে বসন্ত উৎসবও পালন করলো। শোভাযাত্রার সময় পথচারীদের নানা রঙে রাঙানো হলো। আজকের এই অনুষ্ঠানে জাতি ধর্ম নির্বিশেষে প্রায় হাজার খানেক দরিদ্র অসহায় মায়েদের নারী দিবসের জন্য কিছু ফলমূল, আর ছোট ছোট শিশুদের জন্য দোল উপলক্ষে পিচকারী দেওয়া হয়।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রদ্যুৎ ঘোষ, যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক নির্মাল্য চক্রবর্তী, রাজ্য তৃণমূল মহিলা কংগ্রেসের সাধারণ সম্পাদক কল্পনা শীট, সাংগঠনিক জেলা সভাপতি সুজয় হাজরা, শহর সভাপতি বিশ্বনাথ পান্ডব, মহিলা সভানেত্রী তথা কাউন্সিলর মৌ রায়, কাউন্সিলর লিপি বিশুই সত্য পড়িয়া, মোজাম্মেল হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *