পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১২ জানুয়ারি: “মেদিনীপুর কুইজ কেন্দ্র” এবং “কাগজের নৌকা” নামক দুটি সংস্থার যৌথ উদ্যোগে আয়োজন করা হলো এক অভিনব কর্মসূচির। আজ রবিবার অর্থাৎ ১২ জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্ম তিথিতে এই অভিনব উদ্যোগের আয়োজন করল তারা। এলাকার বেশ কিছু দুঃস্থ মানুষকে সংবর্ধিত করে তাদের হাতে শীতবস্ত্র সহ অন্যান্য সামগ্রী তুলে দিল তারা।
সেই সঙ্গে কাগজের নৌকা সংস্থার এক অন্যতম সদস্য রঙ্গন দাসের কন্যা অন্বেষা দাসের জন্মদিন উপলক্ষে বেশ কিছু দুঃস্থ মেধাবী ছেলেমেয়েদের হাতে খাতা, পেন, বই সহ পাঠ্য সামগ্রী তুলে দেওয়া হয়। সব মিলিয়ে মেদিনীপুর কুইজ কেন্দ্র এবং বাল্যকালের বন্ধুদের দ্বারা গঠিত কাগজের নৌকা নামক দুই সংস্থার যৌথ উদ্যোগে আয়োজিত এক অভিনব মানবিক উদ্যোগে খুশি এলাকাবাসীরা।