পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৫ সেপ্টেম্বর: সংখ্যালঘু ভাই-বোনদের কম্পিউটার ট্রেনিং দিতে পুলিশের উদ্যোগে মেদিনীপুরে “সুরক্ষা কম্পিউটার স্কিল ট্রেনিং অ্যান্ড আপগ্রেডেশন প্রজেক্ট” এস উদ্বোধন হলো। এদিন এই ট্রেনিং সেন্টারের উদ্বোধন করলেন জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার। একসাথে ১৫ জন পড়ুয়া এখানে কম্পিউটার ট্রেনিং নিতে পারবেন। সেই সঙ্গে ডিগ্রী পাওয়ার পর মেরিট অনুযায়ী প্লেসমেন্টের সুযোগ করে দেবে জেলা পুলিশ।
পুলিশ সুপার বলেন, মুখ্যমন্ত্রীর কথা মত সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজনের মধ্যে এডুকেশনের প্রতি মনোযোগ বাড়াতেই এই উদ্যোগ। যদিও এর আগে খড়্গপুরে এরকম কয়েকটি সেন্টারের উদ্বোধন হয়েছে।