পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২২ ডিসেম্বর: গত ২০ ডিসেম্বর পুলিশের কাছে আগে থেকে খবর এসেছিল ভিন রাজ্যের ডাকাত দল ঢুকেছে এই রাজ্যে। এর পরেই পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে খড়্গপুর গ্রামীন এলাকায় ৭ জনের একটি আন্তঃ রাজ্য ডাকাত দলকে গ্রেফতার করলো খড়্গপুর গ্রামীণ থানার পুলিশ। অভিযুক্তদের কাছ থেকে প্রায় ২২ কিলো গাঁজা, একটি স্করপিও, একটি ট্রাক, ১১ হাজার টাকা নগদ উদ্ধার করতে পেরেছে পুলিশ। বেশ কয়েকটি জাল নাম্বার প্লেট উদ্ধার করেছে খড়্গপুর গ্রামীন থানার পুলিশ।

আজ সাংবাদিক সম্মেলন করে এই কথা জানালেন খড়্গপুর মহকুমা পুলিশ আধিকারিক ধীরাজ ঠাকুর। খড়্গপুর মহকুমা পুলিশ আধিকারিক এসডিপিও ধীরাজ ঠাকুর জানিয়েছেন, এদের প্রত্যেককে ১০ দিনের পুলিশ হেফাজতে নিয়ে তদন্ত শুরু করা হয়েছে। কী উদ্দেশ্যে এই রাজ্যে তারা প্রবেশ করেছিল তা জানার চেষ্টা চলছে। অভিযুক্তের বাড়ি বিহার, হরিয়ানা ও উত্তর প্রদেশ।


