পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৫ ডিসেম্বর: বড়দিনের উৎসবে আনন্দে মেতে উঠল মেদিনীপুর শহর। বৃহস্পতিবার সকাল থেকেই শহরের চার্চ স্কুল মাঠ সংলগ্ন এলাকায় বসে বড়দিনের ঐতিহ্যবাহী মেলা। অনুকূল আবহাওয়ার সুযোগে সকাল থেকেই মেদিনীপুর শহর ও আশপাশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন বড়দিন উদযাপনে ভিড় জমাতে শুরু করেন।

শহর সংলগ্ন বিভিন্ন পার্কে ছিল থিকথিকে ভিড়। পাশাপাশি মেদিনীপুর শহরের কংসাবতী নদীর ধারে কয়েকশো মানুষ পরিবার ও বন্ধুদের নিয়ে পিকনিকের তোড়জোড় করেন। সারাদিন ধরে উৎসবের আমেজে মুখরিত ছিল গোটা শহর।

বড়দিন উপলক্ষে সন্ধ্যার পর থেকে শতাব্দী প্রাচীন চার্চ ও তার আশপাশের এলাকায় আবাল-বৃদ্ধ-বনিতার ঢল নামে। আলোর রোশনাইয়ে ঝলমল করে ওঠে চার্চ সংলগ্ন এলাকা। চার্চ, মেলা ও প্রার্থনায় অংশ নিতে দর্শনার্থীদের ভিড় বাড়তে থাকায় যানবাহন চলাচল কিছুটা অস্বাভাবিক হয়ে পড়ে।

মেলা ও বড়দিনের অনুষ্ঠানকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বজায় রাখতে ছিল কড়া পুলিশি নিরাপত্তা। সব মিলিয়ে চার্চ, মেলা, প্রার্থনা, আলোকসজ্জা ও পিকনিক—বড়দিনের নানা রঙে রঙিন হয়ে উঠল মেদিনীপুর শহর।

