আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ১৩ সেপ্টেম্বর:
কোলাঘাট ব্লকের মিড-ডে মিল কর্মীদের বকেয়া বেতন অবিলম্বে প্রদান, ওই কর্মীদের অঙ্গনওয়াড়ি সহায়িকাদের মত অন্ততঃ ৬৩০০ টাকা মাসিক বেতন দেওয়া সহ সরকারি কর্মী হিসাবে স্বীকৃতি, মর্যাদা ও বেতন প্রভৃতি ১৩ দফা দাবিতে এআইইউটিইউসি অনুমোদিত সারা বাংলা মিড-ডে মিল কর্মী ইউনিয়নের কোলাঘাট ব্লক শাখার পক্ষ থেকে আজ কোলাঘাট বিডিও অফিসে বিক্ষোভ প্রদর্শন এবং বিডিও’র কাছে ডেপুটেশন দেওয়া হয়। অন্যান্য দাবিগুলির মধ্যে অন্যতম হল- বছরে ১০ মাস নয় ১২ মাসের বেতন প্রদান, ছাত্র-ছাত্রীদের পুষ্টিকর খাদ্য ও মিড ডে মিল কর্মীদের দুপুরে খাবারের জন্য অতিরিক্ত অর্থ বরাদ্দ প্রভৃতি।
বিক্ষোভ সভায় বক্তব্য রাখেন সংগঠনের পূর্ব মেদিনীপুর জেলার নেত্রী শ্রাবন্তী মাজি। বিডিও স্মারকলিপি গ্রহণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। ডেপুটেশনের প্রতিনিধি দলে ছিলেন সোনালী দাস, রুনা লায়লা, আনসুরা বিবি, অঞ্জলি বেরা প্রমুখ।
প্রসঙ্গত উল্লেখ্য, ছাত্র-ছাত্রীদের মিড ডে মিল রান্নার কাজে যুক্ত ওই মহিলারা রান্না করা, পরিবেশন করা, বাসন-ধোওয়া প্রভৃতি কাজের জন্য মাত্র ৫০০ টাকা পান। তাও বর্তমানে চার মাসের বকেয়া রয়েছে।

