আমাদের ভারত, ১৪ আগস্ট: দুর্গাপুজোর আগে কলকাতাবাসীকে ঐতিহাসিক উপহার দিল মোদী সরকার। তিন নতুন মেট্রো রুটের উদ্বোধন করতে চলেছেন মোদী। চলতি মাসে কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী। আগামী ২২ আগস্ট দমদমে প্রশাসনিক কর্মসূচি রয়েছে তাঁর। সেখান থেকেই নতুন তিন মেট্রোরেল পথের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
কোন তিন পথে ছুটবে মেট্রোরেল? ভারতীয় রেলের তরফে জানানো হয়েছে, শিয়ালদহ- এসপ্ল্যানেট, বেলেঘাটা-হেমন্ত মুখোপাধ্যায় (রুবি), নোয়াপাড়া-জয় হিন্দ (বিমানবন্দর) স্টেশনের মাঝে মেট্রো চলবে।
এই খবরটি প্রথমে জানান কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা সুকান্ত মজুমদার। ইতিমধ্যেই রেলের তরফে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়ে আমন্ত্রণ পত্র পাঠানো শুরু হয়ে গিয়েছে। কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের তরফ থেকে সেই আমন্ত্রণ পাওয়ার পরেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে খবরটি জানিয়েছেন সুকান্তবাবু। দুর্গাপুজোর আগে পশ্চিমবঙ্গের জন্য এটি ঐতিহাসিক উপহার বলে উল্লেখ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী।
নতুন মেট্রো রুটের পাশাপাশি আগামী ২২ তারিখ হাওড়া মেট্রো স্টেশনের সাবওয়েরও উদ্বোধন করবেন মোদী। রেলের তরফে জানানো হয়েছে, রেল সংক্রান্ত নানা উন্নয়নমূলক কাজের জন্য শুধুমাত্র চলতি বছরের বাজেটেই ১৩ হাজার ৯৫৫ কোটি টাকা পেয়েছে বাংলা। এই মুহূর্তে রেল পরিষেবা এবং পরিকাঠামো উন্নতির জন্য সব মিলিয়ে ৮৩ হাজার ৭৬৫ কোটি টাকার কাজ চলছে পশ্চিমবঙ্গে। রাজ্যে ১০১টি স্টেশনকে বিশ্বমানের রেল স্টেশন হিসেবে গড়ে তোলার কাজ চলছে। এছাড়া ইতিমধ্যে ৯টি বন্দে-ভারত, দুটি অমৃত ভারত ট্রেন চালানো হচ্ছে। তার মধ্যে মেট্রো পরিষেবা বিস্তৃতির পথে হাঁটলো রেল।
প্রসঙ্গত, অনেকেই মনে করছেন বিধানসভা নির্বাচন এগিয়ে আসছে। তাই বাঙলার দিকে বাড়তি নজর দিচ্ছে বিজেপি। তার মাঝে ২২ আগস্ট শহরে আসছেন প্রধানমন্ত্রী। দমদমে প্রশাসনিক কর্মসূচি, বিভিন্ন সরকারি প্রকল্পের শিলান্যাসের পাশাপাশি জনসভাও রয়েছে তাঁর। প্রশাসনিক কর্মসূচি থেকেই কলকাতা মেট্রোর তিন পথের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।এর আগে গত ২৯মে আলিপুরদুয়ার এবং ১৮জুলাই দুর্গাপুরে এসেছিলেন প্রধানমন্ত্রী। বিজেপি সূত্রে খবর, চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত পশ্চিমবঙ্গে মোট ১০টি প্রশাসনিক ও রাজনৈতিক কর্মসূচিতে যোগ দেওয়ার কথা প্রধানমন্ত্রীর। ফলে প্রধানমন্ত্রীর এই কলকাতা সফর যথেষ্ট গুরুত্বপূর্ণ।