রাজ্য সরকার ইঙ্গিত না দিলে ৮ সেপ্টেম্বর থেকে না-ও চালু হতে পারে মেট্রো

রাজেন রায়, কলকাতা, ১ সেপ্টেম্বর: এর আগেই কেন্দ্র জানিয়েছিল আনলক ৪-এ ৭ সেপ্টেম্বর থেকে মেট্রো শুরু হবে। সেই সংক্রান্ত গাইডলাইনস বুধবার প্রকাশ করবে মোদী সরকার। যদিও নবান্নে মুখ্যমন্ত্রী পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন, ৭ সেপ্টেম্বর রাজ্যে লকডাউন থাকায় ৮ সেপ্টেম্বর থেকে মেট্রো পরিষেবা চালু হবে। কিন্তু এই বিষয়ে এখনও রাজ্য সরকার কোনও সহযোগিতা না করায় ৮ সেপ্টেম্বর থেকে আদৌ মেট্রো চালু হবে কি না, তা নিয়ে শুরু হয়েছে ধোঁয়াশা।

বেশ কিছু সংবাদমাধ্যমে ইতিমধ্যেই জানানো হয়েছে, আগামী ৮ সেপ্টেম্বর থেকে সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত মেট্রো চলবে। কিন্তু কলকাতা মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক ইন্দ্রানী বন্দ্যোপাধ্যায় প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছেন, এটা সম্পূর্ণ ভুল খবর। রাজ‌্য প্রশাসনের সঙ্গে মেট্রোর এখনও কোনও বৈঠক হয়নি। ফলে কোনও সময়সারণী ঠিক হয়নি। তিনি পরিষ্কারভাবে জানিয়েছেন, রাজ্য প্রশাসনের বেশ কিছু ছাড়পত্রের ওপরেই কলকাতা শহরের মেট্রো চালু হওয়া নির্ভর করছে। সেগুলি আলোচনা সাপেক্ষে চূড়ান্ত না হলে কিছুতেই সময় সারণি চূড়ান্ত করা সম্ভব নয়। হাতে আর সময় রয়েছে ৭ দিন।

অন্যদিকে মেট্রোর জেনারেল ম্যানেজার মনোজ যোশী এদিন মেট্রো রেল ভবনে আধিকারিকদের সঙ্গে মেট্রো রেক ও স্টেশন স্যানিটাইজ করার বিষয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন। কোভিড মোকাবিলায় নিয়মিত স্টেশন ও রেক স্যানিটাইজ করার উপর গুরুত্ব দিয়েছেন। জানা গিয়েছে, সবাইকে মাস্ক বাধ্যতামূলক ভাবে পরতে হবে ও সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে, অন্যথা তাদের ফাইন চোকাতে হবে। এবার থেকে টোকেন আর ব্যবহার করা যাবে না ও শুধু স্মার্টকার্ড চলবে। কেন্দ্র যা গাইডলাইনস দেবে তার ওপরেও মেট্রো রেল সংস্থারা নিজেদের মতো করে স্থানীয় পরিস্থিতি অনুযায়ী কিছু বিধিনিষেধ আরোপ করতে পারে। আর সব স্টেশনে নয়, সীমিত সংখ্যক স্টেশনেই এখন ট্রেন থামবে। বাতানুকুল ব্যবস্থাও ঢেলে সাজানো হয়েছে। একই সঙ্গে সিআইএসএফ-কে যাত্রীদের শৃঙ্খলিত করার দায়িত্বও দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *