লোকাল ট্রেনের সঙ্গে তাল মিলিয়ে চলবে মেট্রো

রাজেন রায়, কলকাতা, ৬ নভেম্বর:
নিউ নরমালে এতদিন পর্যন্ত ১৫০ টি ট্রেন চালাচ্ছিল মেট্রো। তবে বুধবার থেকে লোকাল ট্রেন চালু করার ঘোষণার পর মেট্রোর তরফে প্রাথমিক ভাবে সিদ্ধান্ত হয়েছে, বুধবার থেকে প্রতিদিন মোট ১৯০টি ট্রেন চালানো হবে। সকাল এবং বিকেলে অফিস টাইমে ৭ মিনিট অন্তর পাওয়া যাবে মেট্রো। তবে স্মার্ট কার্ড ব্যবহারকারীরা ই-পাসের মাধ্যমে যেমন ভাবে মেট্রো চড়ছেন, আগে থেকে ‘স্লট’ বুক করতে হচ্ছে, সেই নিয়ম আগের মতই বহাল থাকছে।

নতুন ভাবে মেট্রো শুরুর প্রথম দিকে কলকাতা মেট্রোয় দিনে গড়ে ৫০ হাজারের কাছাকাছি যাত্রী হচ্ছিল। তবে এখন সংখ্যাটা ৯০ হাজার ছাড়িয়ে গিয়েছে। বুধবার থেকে এই সংখ্যা লক্ষ ছাড়িয়ে যাবে বলে মনে করছে মেট্রো কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *