আগামী মাসে চালু হতে পারে মেট্রো, তবে এখুনি খুলছে না শিক্ষা প্রতিষ্ঠান

আমাদের ভারত,২৫ আগস্ট:সেপ্টেম্বর থেকেই দেশে আনলক ফোর কার্যকরী হবে। করোনা মোকাবিলায় ২৫ মার্চ থেকে লকডাউন জারি হয়েছিল দেশজুড়ে। তাতে অর্থনীতির প্রভূত ক্ষতি হয়। লকডাউন কাটিয়ে একের পর এক শুরু হয় আনলক পর্ব।কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নিয়েছে এবারের আনলক পর্বে চালু করা হতে পারে মেট্রো রেল পরিষেবা।

দিল্লি মেট্রো সম্ভবত ১ সেপ্টেম্বর থেকে চলতে শুরু করবে। তবে সে ক্ষেত্রে বেশ কিছু কড়াকড়ি নিয়ম জারি করা হবে। দিল্লি ছাড়া অন্য রাজ্যে মেট্রো চলবে কিনা তা ঠিক করবছ সেই রাজ্যের রাজ্য সরকার। তবে স্কুল-কলেজ বন্ধ রাখা হবে। সিনেমা হল সহ অন্যান্য জায়গায় যেখানে জনসমাগম হয় সেখানে নিষেধাজ্ঞা জারি থাকবে।

প্রসঙ্গত উল্লেখ্য কিছুদিন আগেই দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল সরকারের কাছে অনুরোধ করেছিলেন দিল্লি মেট্রো চালু করার। তিনি বলেন, রাজধানীতে করোনা নিয়ন্ত্রণে আনা গেছে। সোমবার শহরে ব্যবসায়ী ও শিল্পপতিদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করেন কেজরিওয়াল। সেখানে তিনি বলেন,কেন্দ্রকে অনুরোধ করেছি দিল্লির বিষয়টা আলাদা আলাদা ভাবে দেখার জন্য। এরপর তিনি বলেন, দিল্লিতে করোনা পরিস্থিতির উন্নতি ঘটেছে। অন্যান্য শহরে হয়তো মেট্রো চালু করার মতো পরিস্থিতি সৃষ্টি হয়নি। কিন্তু দিল্লিতে পরীক্ষামুলকভাবে মেট্রো চালু করা যেতে পারে।

সূত্রের খবর কেন্দ্র সরকার ভাবছেবাস কিংবা প্লেন চলাচলের অনুমতি না দিলেও মেট্রো চালাতে বাধা নেই। কারণ প্লেনের মধ্যে অনেক মানুষ একসঙ্গে দীর্ঘক্ষন থাকে। কিন্তু মেট্রো যাত্রার বড়জোড় ২ ঘন্টার। তাই সেখানে যদি নিরাপত্তার ব্যবস্থা সঠিক ভাবে নেওয়া যায় তাহলে সংক্রমণের আশঙ্কা কম হয়।

গত ৩৯ জুলাই আনলক থ্রির নির্দেশিকা প্রকাশ করা হয়েছিল তাতে নাইট কারফিউ তুলে নেওয়া হয়েছিল। যে সংস্থাগুলিকে কনটেইমেন্ট জোনে অবস্থিত নয় সেগুলিকে খোলার অনুমতি দেওয়া হয়। কিন্তু যেখানে বড় সংখ্যক লোকের জমায়েত হয় সেই পার্ক, শিক্ষা প্রতিষ্ঠান ও সিনেমা হলগুলো বন্ধ রাখা হয়। সারা বিশ্বের মধ্যে ভারতে এখন করোনা সংক্রমণ সবচেয়ে দ্রুত হারে ছড়াচ্ছে। গত ৮ আগস্ট থেকে সংক্রমণ বেড়েছে। ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৩০লক্ষ। মৃতের সংখ্যা ৫৭ হাজারের বেশি। গত রবিবার দিল্লিতে ১৪৫০ জন করোনায় আক্রান্ত হন। শহরে মোট আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৬১ হাজার,মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৪৩০০।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *