প্রতীতি ঘোষ, ব্যারাকপুর, ২৪ জুন:
প্রতি বছরের মত এই বছরও ইছাপুর আর্জেন্টিনা ফ্যানস ক্লাবের তরফ থেকে লিওনেল মেসির ৩৪ তম জন্মদিন পালিত হলো নবাবগঞ্জে। মেসি ভক্ত চা বিক্রেতা শিবে পাত্রের উদ্যোগে আযোজিত হয় এই মেসির জন্মদিনের উৎসব।
সকাল থেকেই মেসির জন্মদিন উপলক্ষে নীল সাদা বেলুনে সেজে উঠেছিল মেসি ভক্ত শিবে পাত্রের বাড়ি। সকালে ৩৪ পাউন্ডের কেক কাটা হয় ক্লাবের তরফ থেকে। সেই সঙ্গে এই অনুষ্ঠানের মূল আকর্ষণ হিসেবে মিষ্টি দিয়ে তৈরি মেসির একটি মূর্তি রাখা হয়। পুজো দেওয়া হয় মেসির দীর্ঘায়ু কামনা করে। তারপর কাটা হয় মেসির ছবি দেওয়া কেক। সেই সঙ্গে বাঙালি মতে ৫ রকম ভাজা দিয়ে মাছ, মাংস ও পায়েস সহযোগে মেসিকে খেতে দেওয়া হয়।
করোনা পরিস্থিতিতে মাস্ক পরে ও সামাজিক দূরত্ব বিধি মেনে এদিন মেসির জন্মদিন কার্যত উৎসবের মত পালন করেন ইছেপুরের আর্জেন্টিনা ফ্যানস ক্লাবের সদস্যরা। আর্জেন্টিনা ও ভারতের পতাকা উত্তোলন করে এদিনের অনুষ্ঠানের সূচনা করা হয়। মেসির জন্মদিন পালন করার পাশাপাশি এই ক্লাবের সদস্যরা এই করোনা কালের কথা মাথায় রেখে কিছু দুঃস্থ মানুষদের মধ্যে খাদ্য বিতারণ করেন। মানুষকে সচেতন করতে এদিন আর্জেন্টিনা ফ্যানস ক্লাবের সদস্যরা মাস্ক ও স্যানিটাইজার বিতরণ করেন।