নীল বনিক, আমাদের ভারত, ১ জানুয়ারি: বছরের প্রথমদিন রাজ্যবাসীর উদ্দেশ্যে শান্তির বার্তা দিলেন রাজ্যপাল জগদীপ ধনকর। বুধবার তিনি কাশিপুর উদ্যানবাটিতে কল্পতরু উৎসবে যান। সেখানে গিয়ে রামকৃষ্ণ পরমহংসদেবের প্রতি শ্রদ্ধি জানান সস্ত্রীক রাজ্যপাল। তারপর রাজ্যপাল সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যবাসীকে শান্তির বার্তা দেন।
তিনি বলেন, আমি চাই এরাজ্যের সব মানুষ শান্তিতে কাটাক। তারসঙ্গে ইংরেজি নববর্ষের শুভকামনাও রাজ্যের মানুষকে। এরপর রাজ্যপাল কাশিপুরে ঠাকুরবাড়ির মঠ কিছুক্ষণ ঘুরে দেখেন। মঠের মহারাজদের সঙ্গে আধ্যাত্মিক আলোচনা করেন। মঠের মহারাজদের বলে যান, ”এখানে আসতে পেরে আমি খুশি। আমার জীবন আজ ধন্য হল।”