স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ৩০ আগস্ট:
করোনাকালীন পরিস্থিতিতে মাস্ক ও স্যানিটাইজারের ব্যবহার, সাইকেল চালানোর সুবিধা এই সকল বার্তা নিয়ে রবিবার নদীয়ার বেতাই থেকে ৩৫০ কিলোমিটার পথ দীঘা’র উদ্দেশ্যে সাইকেলে রওনা দিলেন চারজন ছাত্র– বিপ্লব মন্ডল, শুভ বালা, সৌরভ বিশ্বাস এবং রোহিত বালা।
রবিবার সকাল ৭টা নাগাদ বেতাই ড. বি আর আম্বেদকর কলেজের সামনে থেকে তাদের যাত্রা শুরু হয়। উপস্থিত ছিলেন সাইকেলপ্রেমী সুজন অধিকারী যিনি সাইকেলে করে ঘুরে ঘুরে দূরদূরান্তে বিভিন্ন সামাজিক বার্তা ছড়িয়ে দিয়েছেন।
প্রথম দিন রানাঘাটে রাত্রি যাপন করে হবিবপুরের পুরাতন বাজার। তারপর সোমিবার ভোরে আবার যাত্রা শুরু হয়। সাইকেল আরোহীদের মধ্যে তিনজন দ্বাদশ ও একজন একাদশ শ্রেণির ছাত্র।
করোনাকালীন পরিস্থিতিতে এই মুহূর্তে বিদ্যালয় বন্ধ রয়েছে। বার্ষিক পরীক্ষার চাপও নেই তাই সাধারণ মানুষের মধ্যে পরিবেশ বাঁচানোর বার্তা ও করোনা সচেতনতায় উদ্যোগী হয়েছে এই চার যুবক। তাদের ফুল এবং নগদ অর্থ দিয়ে সাহায্য করে নব দিশারীর স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা।