Mera Yuva Bharat, Hindi, হিন্দি ভাষা দিবসে হিন্দির শেখার উপর জোর দিল মেরা যুবা ভারত

আশিস মণ্ডল, আমাদের ভারত, রামপুরহাট, ১৫ সেপ্টেম্বর: হিন্দি ভাষাকে সব ভাষাভাষীর মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার আবেদন জানানো হলো হিন্দি ‘ভাষা দিবসে’। রবিবার রাতে রামপুরহাট লক্ষ্মী অনুষ্ঠান ভবনে ভারত সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রানালয়ের মেরা যুবা ভারতের উদ্যোগে এবং বীরভূম জার্নালিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সহযোগিতায় এই অনুষ্ঠান করা হয়। উপস্থিত ছিলেন নলহাটি বিবেকানন্দ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক লোকনাথ মণ্ডল, মল্লারপুরের স্বেচ্ছাসেবী সংস্থা নইসুভার সম্পাদক সাধন সিনহা, আইনজীবী অভিজিৎ মুখোপাধ্যায়। সকলে হিন্দি ভাষার গুরুত্ব নিয়ে আলোচনা করেন।

লোকনাথবাবু বলেন, “বাংলা ভাষা আমাদের মাতৃভাষা ঠিকই। কিন্তু পশ্চিমবঙ্গ ছাড়িয়ে অন্য রাজ্যে গেলেই হিন্দি ভাষাভাষী মানুষদের মুখোমুখি হতে হয়। সেই সময় আমরা সমস্যায় পড়ি। তাই বাংলা ভাষার পাশাপাশি হিন্দিভাষাও আমাদের শেখা উচিত। তা না হলে চিকিৎসার জন্য দক্ষিণভারত গিয়ে সমস্যায় পড়তে হবে।”

অভিজিৎবাবু বলেন, “কেন্দ্রীয় সরকারের সমস্ত পরীক্ষায় ইংরেজির পাশাপাশি হিন্দিভাষা ব্যবহার করা হয়। ফলে আমরা হিন্দি না জানলে সেক্ষেত্রে সমস্যার সম্মুখীন হতে হবে। ফলে ভারতবর্ষের মতো নানা ভাষা, নানা মতের দেশে হিন্দিভাষা আমাদের রাষ্ট্রভাষা না হলেও হিন্দি বলতে জানা বাধ্যতামূলক হয়ে পড়েছে। না জানলে অনেক ক্ষেত্রে পিছিয়ে পড়তে হবে। তাই আসুন হিন্দি দিবসে শপথ গ্রহণ করি সকলে হিন্দি ভাষা শিখব।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *