আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৮ জুন: সোমবার সকালে এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে ঘিরে হুলুস্থূল কান্ড ঘটে যায় পশ্চিম মেদিনীপুর জেলার রামজীবনপুর পৌর এলাকায়। রামজীবনপুর পুলিশ ফাঁড়ি থেকে ঢিল ছোঁড়া দূরত্বে পৌরসভার জলের ট্যাংকের উপরে বসে পড়ে এক যুবক, আর ওই যুবককে জলের ট্যাংকের উপরে দেখেই চমকে উঠে প্রশাসনের আধিকারিকরা।
মানসিক ভারসাম্যহীন ওই যুবককে ট্যাংকের উপর থেকে নামাতে নাস্তানাবুদ হতে হয় পুলিশ প্রশাসনকে। খবর দেওয়া হয় দমকল আধিকারিকদের। খবর পেয়ে ঘটনাস্থলে দমকল আধিকারিকরা পৌঁছান। ঘন্টাখানেকের প্রচেষ্টায় ওই মানসিক ভারসাম্যহীন যুবককে নামানো হয়।