আমাদের ভারত, ঝাড়গ্রাম, ২ ফেব্রুয়ারি: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম দ্বিশততম বর্ষে শ্রদ্ধা জানাতে রবিবার তাঁর জন্মস্থান বীরসিংহের উদ্দেশ্যে রওনা দেন ঝাড়্গ্রাম বিদ্যাসাগর স্মরণ সমিতির সদস্যরা। বিদ্যাসাগরের জন্ম দ্বিশত বর্ষ উপলক্ষে বর্ষব্যাপী নানান কর্মসূচির অংশ হিসেবে তার জন্মভিটায় শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে রবিবার সমিতির সদস্য অর্চনা বেরা, সুধাংশু শেখর মাহাতো, অমৃত নন্দী, গুণধর মাহাতো ও গৌরচন্দ্র বেরা বিশিষ্ট শিক্ষানুরাগী তারা এই যাত্রায় যোগদেন। বীরসিংহ গ্রামে পৌঁছে বিদ্যাসাগরের স্মৃতি তর্পণ করার পর একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে সমিতির সম্পাদিকা অর্চনা বেরা জানিয়েছেন।