পূর্ববঙ্গে হিন্দুদের স্মৃতি (৮৫) কলসকাঠি জমিদার বাড়ি

অশোক সেনগুপ্ত
আমাদের ভারত, ১২ এপ্রিল: প্রায় তিনশ বছরের বেশি সময় ধরে কালের সাক্ষী হয়ে টিকে আছে এই কলসকাঠি জমিদার বাড়ি। বাকেগঞ্জ বরিশালের এই জমিদার বাড়িটি এখনও শক্ত কাঠামো ভিত হয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু এখন নিঃসন্দেহে সংস্কারের দাবি রাখে।

প্রায় তিনশ বছর আগে এই কলসকাঠী জমিদার বাড়িটি প্রতিষ্ঠিত হয়। জমিদার বাড়ির প্রতিষ্ঠাতা জানকী বল্লভ রায় চৌধুরী। তিনি ছিলেন জমিদার রামাকান্তের পুত্র। আর এই রামাকান্ত ছিলেন গারুড়িয়ার জমিদার। জানকী বল্লভ রায় চৌধুরীরা ছিলেন দুই ভাই। তিনি ছিলেন ছোট। আর বড় ভাই ছিলেন রাম বল্লভ। বড় ভাই ছোট ভাইকে হত্যার পরিকল্পনা করেন। মূলত এই জমিদারির জন্যই এই হত্যার পরিকল্পনা। ছোট ভাই অর্থাৎ জানকী বল্লভ রায় চৌধুরী তাঁর বৌদির মাধ্যমে এই ব্যাপারটি জানতে পারেন। পরে রাতের আঁধারে তিনি মুর্শিদাবাদে চলে যান এবং সেখানে নবাবের কাছে এই বিষয়ে বলেন।

তখন মুর্শিদাবাদের নবাব তাকে অরংপুর পরগনার জমিদার হিসেবে নিযুক্ত করেন। জমিদারি পেয়ে তিনি কলসকাঠীতে এসে বসতি স্থাপন করেন। আর এইভাবেই কলসকাঠীতে এই জমিদার বাড়ি প্রতিষ্ঠিত হয়। এখানে ১৩ জন জমিদারের বাস ছিল। আর তাঁদের আলাদা আলাদা জমিদার বাড়ি ছিল। তাঁরা মূলত এই জমিদার বাড়ির গোড়াপত্তনকারী জানকী বল্লভ রায় চৌধুরীর বংশধর ও এই এলাকার প্রতাপশালী জমিদার ছিলেন।

বর্তমানে জমিদারবাড়ির বাড়িগুলো রক্ষণাবেক্ষণের অভাবে প্রায় ধ্বংসপ্রাপ্ত। এখানে কিছু মন্দির আছে সেগুলোও প্রায় ধ্বংসের মুখে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *