আমাদের ভারত, ৬ ফেব্রুয়ারি: বইপাগল রাজকুমার বীরেন্দ্রনাথ তাঁর বাড়িতেই গড়ে তুলেছিলেন একটি সমৃদ্ধ পাঠাগার। তৎকালীন সুরেন্দ্রনাথ কলেজে (বর্তমান বাংলাদেশের দিনাজপুর সরকারি কলেজ) ১৯৪৮ সালে তার পাঠাগারের বইগুলো দান করা হয়, যার মূল্য ধরা হয় ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা।
শোনা যায় এই জমিদারবাড়িতে কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ কাটিয়েছিলেন তার ছেলেবেলার কিছু সময়, যার স্মৃতি রক্ষার্থে এখানে তৈরি করা হয়েছিল হুমায়ূন মঞ্চ, সেটি এখন আর নেই। বাংলাদেশের ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার কাশিপুর ইউনিয়নের জগদল গ্রামে জমিদার বাড়িটি অবস্থিত। বর্তমানে সেটি জঙ্গলে ঢাকা পোড়োবাড়ি।
চিত্র ঋণঃ অণু তারেক শিখা চক্রবর্তী শেয়ার করেছেন ‘বঙ্গভিটা’ ফেসবুক গ্রুপে। সঙ্কলন— অশোক সেনগুপ্ত।