পূর্ববঙ্গে হিন্দুদের স্মৃতি (৫৩) খুলনা জিলা স্কুল

আমাদের ভারত, ২০ জানুয়ারি: খুলনা জিলা স্কুল– বিদ্যালয়টির প্রতিষ্ঠার ইতিহাস অস্পষ্ট। কারও মতে ১৮৫৬ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। সে হিসেবে এটি খুলনা শহরে প্রতিষ্ঠিত প্রথম স্কুল। আবার কারও মতে- এটি প্রতিষ্ঠিত হয় ১৮৭৩ সালে। এ হিসেবে খুলনা জিলা স্কুল শহরের প্রতিষ্ঠিত দ্বিতীয় স্কুল এবং প্রথমটি হলো খুলনার দৌলতপুরস্থ মুহ্সিন হাই স্কুল (১৮৬৭ ইং)।

প্রতিষ্ঠাকালে এর নাম ছিল খুলনা হাইস্কুল। বাবু সাতুরাম মজুমদার তাঁর নিজ অর্থ দিয়ে স্কুলের প্রথম পাকা ভবন তৈরি করেন। সেই সময় খ্যাতিমান শিক্ষক সারদা চরণ মিত্র ছিলেন প্রধান শিক্ষক। ১৮৮৩ সালের হান্টার কমিশনের রিপোর্ট অনুযায়ী ১৮৮৫ সালের এপ্রিল মাসে ইংরেজ সরকার এই বিদ্যাপীঠের নিয়ন্ত্রণ ও পরিচালনার ভার গ্রহণ করে। তখন প্রতিষ্ঠিত একটি লাল ভবনে ‘খুলনা জিলা স্কুল’ নামে এর নতুন পরিচয় হয়। ভবনটি সাতুরাম মজুমদারের স্মৃতিফলক নিয়ে দাঁড়িয়ে আছে। এটিই খুলনা জিলা স্কুলের মূল ভবন। মূল কাঠামোকে অক্ষুণ্ণ রেখে ভবনটিকে ১৯৯৫ সালে সংস্কার করা হয়। বিদ্যালয়টিতে এককালে আরবি, ফারসি ও উর্দু ভাষাও চালু ছিল।

১৯৬৩ সালে তদানীন্তন পূর্ব পাকিস্তান সরকার টেকনিক্যাল শিক্ষা সম্প্রসারণের লক্ষ্যে বিদ্যালয়ের মাঠের উত্তর পার্শ্বে তিনতলাবিশিষ্ট একটি ভবন নির্মাণ করে। এটি বর্তমানে প্রশাসনিক ভবন। হিন্দু ও মুসলমান ছাত্রদের জন্য আলাদা ছাত্রাবাস নির্মিত হয়। খুলনা জিলা স্কুলের প্রথম প্রধান শিক্ষক ছিলেন বাবু জারুকু নাথ সরকার। তিনি মার্চ ১৮৮৫ থেকে সেপ্টেম্বর ১৮৮৫ পর্যন্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন।

লেখা, Photo : Sazzadur Rasheed
সূত্র— সেভ দি সেরিটেজেস অফ বাংলাদেশ।
সঙ্কলন— অশোক সেনগুপ্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *