পূর্ববঙ্গে হিন্দুদের স্মৃতি (৪৫) জমিদার নিতাইবাবুর বাড়ি

আমাদের ভারত, ১৩ ডিসেম্বর:
দেশভাগের আগের কথা বাংলা তখন একটাই। পদ্মা, ধলেশ্বরী, কালীগঙ্গা, ইছামতি নদীকে কেন্দ্র করে বাংলাদেশের মানিকগঞ্জে গড়ে উঠেছিল ধনাঢ্য ব্যবসায়ীদের নিয়ে অভিজাত এলাকা।

মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলা হয়ে জয়মন্টপ বাজার, এখানে ছিল ধনাঢ্য জমিদার নিতাইবাবুর বাড়ি। এখান থেকে কিছুদূর গেলে বায়রা গ্রাম। সবুজ ঘেরা এক নিরিবিলি পরিবেশে ভগ্ন দেহে কোনওমতে দাঁড়িয়ে আছে জমিদার বাড়িটি।

শোনা যায়, দেড়শত বছরের পুরনো ছবির এই বাড়িটি গোপাল চন্দ্র রায় নামের এক জমিদারবাবু নির্মাণ করেন। আবার অনেকেই এই বাড়িটিকে কালিপদ্ম ঠাকুর বাড়ি নামে জানে।

দেশভাগের পর কালিপদ্ম ঠাকুরের ১৩ ভাই কলকাতা শহরের পাড়ি জমায়। জন্মভূমির মায়ায় একাই পড়ে রয় কালিপদ্মবাবু।জমিদার কালিপদ্ম লবাবুর সন্তানাদি এবং উত্তরসূরী না থাকায় তাঁর সম্পর্কে আর বেশি কিছু খোঁজ পাওয়া যায়নি।


চিত্র এবং তথ্য কৃতজ্ঞতায় ফয়সাল মাহমুদ। লেখা—মহম্মদ সইফুল ইসলাম।
সূত্র— পুরনো কলকাতার গল্প ফেসবুক গ্রুপ।
সঙ্কলন— অশোক সেনগুপ্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *