পূর্ববঙ্গে হিন্দুদের স্মৃতি (৪৪) জমিদার পদ্মলোচন সাহার রাজপ্রাসাদ

আমাদের ভারত, ১১ ডিসেম্বর: কে বলিবে ইহা জমিদার পদ্মলোচন সাহার রাজপ্রাসাদ? ১২টি ছবি-সহ ফেসবুকে লিখেছেন মহম্মদ সফিউল ইসলাম।

দেশভাগের পূর্বে কুমিল্লা থেকে চাঁদপুরের সর্বত্র জমিদার পদ্মলোচন সাহার দাপট ছিল। কথিত আছে যে, পুকুরে স্নান করতে গেলে জমিদারের মায়ের পায়ে কাদা লাগবে বলে পুকুরের তলদেশ তিনি পাঁকা করেছিলেন। এরকম আরও অনেক ধরনের সৌখিনতার চিহ্ন রয়েছে এই জমিদার বাড়িটিতে। এখনো এই জমিদার বাড়িতে জমিদার বংশের চতুর্থ প্রজন্মের লোকেরা বসবাস করছে কিন্তু জমিদারি চলে যাওয়ার পর শুরু হয় আর্থিক দৈন্যদশা।বাংলাদেশের চাঁদপুরের বড়কূলে এই জমিদার বাড়িটি।

সূত্র— পুরনো কলকাতার গল্প।
সঙ্কলন— অশোক সেনগুপ্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *