আমাদের ভারত, ৮ ডিসেম্বর: কলকাতা চলে যাওয়া ভৌতিক এই বাড়িটির বর্তমান প্রজন্ম হয়তো জানেই না তাদের পূর্বপুরুষের নাম ডাক আর্থিক জৌলুশ কতোটা ছিল…..
জনশ্রুতি আছে কাঙাল নাথ ‘এক’ টাকার জন্য পুকুরে একশ বার ডুব দিয়েছিলেন। অবশ্য তৎকালীন সময়ে এক টাকার অনেক মূল্য ছিল। এরপর কাপড়ের ব্যাবসায় কাঙাল দেবনাথের ভাগ্যবদল।
বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের “মুন্সেফপাড়া”তে অবস্থিত এই সুন্দর দ্বিতল বাড়িটি। জানা যায়, বাড়িটি “কাঙাল (কাঙালি) দেবনাথ” নামক এক ব্যক্তির।তবে এলাকাবাসী তার নাম “কাঙাল নাথ” হিসেবেই জানে এবং উল্লেখ করে। কাঙাল দেবনাথ তার ছেলে বিহারী বাবুকে কুমিল্লায় বিয়ে দিয়েছিলেন। এই বিহারীবাবুর বিয়েতে কাঙালি নাথ ট্রেন রিজার্ভ করে নিয়েছিলেন বলে জানা গেছে। আর উনি প্রত্যেক স্টেশনে নাকি টাকা লুট দিয়েছিলেন (গরিবদের মাঝে টাকা বিলিয়ে দেওয়া)।

অন্যান্য জমিদারদের মত কাঙাল দেবনাথের ছিল অনেক সম্পদ। সেই সময় তাঁরা খুব বিলাস বহুল জীবন যাপন করতেন। কাঙাল নাথ মারা যাওয়ার পর বিহারীবাবু কাঙাল নাথের জায়গা বিক্রি করে ভারতে চলে গিয়েছিলেন। আর তখন কাঙাল নাথের অন্যান্য সন্তানরাও জায়গা জমি বিক্রি করে একেকজন একেক জায়গায় চলে যান।
উল্লেখ্য তৎকালীন সময়ে বাড়িটি প্রতিষ্ঠার সময় ঢাক-ঢোল পিটিয়ে কয়েক হাজার গ্রামবাসীকে নিমন্ত্রণ করিয়ে খাইয়েছিলেন জমিদার কাঙাল দেবনাথ। আজ পরিত্যক্ত ভূতুড়ে সেই বাড়ি।
চিত্র ঋণ ফয়সাল মাহমুদ।
লেখা— মহম্মদ সইফুল ইসলাম।
সঙ্কলন— অশোক সেনগুপ্ত।
সূত্র— পুরনো কলকাতার গল্প ফেসবুক গ্রুপ।

