প্রাক্তন রাষ্ট্রপতির স্মৃতিচারণমূলক শোক অনুষ্ঠান পুরুলিয়ার ঝালদায়

সাথী দাস, পুরুলিয়া, ১ সেপ্টেম্বর: জেলাজুড়ে বিভিন্ন স্থানে প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের মৃত্যুতে শোক অনুষ্ঠানের মধ্য দিয়ে শ্রদ্ধা জানালেন পুরুলিয়াবাসী। স্মৃতিচারণ করে প্রাক্তন রাষ্ট্রপতির শ্রদ্ধা অনুষ্ঠান হয় ঝালদা সভ‍্যভামা বিদ‍্যাপীঠে। সেখানে ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যাইয়ের ছবিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক তথা স্থানীয় বিধায়ক নেপাল মাহাতো। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক ও শিক্ষা কর্মীরা।

প্রাক্তন রাষ্ট্রপতি চির স্মরনীয় হয়ে থাকবেন ঝালদা শহরবাসীর কাছে। ২০১৭ সাল, ১৮ই জানুয়ারি ঝালদা সভ‍্যভামা বিদ‍্যাপীঠের শতবর্ষ উদযাপন অনুষ্ঠান। বাঘমুন্ডি বিধানসভার বিধায়ক নেপাল মাহাত ওই স্কুলের অঙ্কের শিক্ষক। রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ‍্যায়কে আমন্ত্রণ জানিয়েছিলেন তাঁর স্কুলের শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে উপস্থিত থাকার। কথা রেখে ছিলেন রাষ্ট্রপতি। সত‍্যভামা বিদ‍্যাপীঠের শতবর্ষে উপস্থিত থেকে পুরুলিয়ার ইতিহাসে যা চিরদিন স্মরণীয় থাকবে। নেপাল মাহাত প্রণব বাবুর মৃত‍্যু সংবাদে ভেঙে পড়েন।

নেপাল মাহাত জানান, প্রণববাবুর এত কাছের মানুষ ছিলেন তিনি যেদিন প্রণববাবু রাষ্ট্রপতি নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করবের তার পোলিং এজেন্টের দ্বায়ীত্ব দিয়েছিলেন তাঁকে। পুরুলিয়া জেলার ঝালদা শহরে প্রথম বৃটিশদের গুলিতে প্রাণ হারিয়েছিলেন বেশ কিছু আন্দোলনকারি। প্রণববাবুর নির্দেশে ঝালদা শহরে শহিদদের স্মরণে সংগ্রহ শালা তৈরি করেন। তিনিই নাম দেন ফাস্ট ফায়ার অফ পুরুলিয়া। পুরুলিয়াকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা বারবার নেপাল মাহাতো পরামর্শ দিয়েছিলেন প্রণব বাবু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *