ময়নায় এসইউসিআই (কমিউনিস্ট) দলের প্রয়াত নেতা বিবেকানন্দ রায়ের স্মরণ সভা

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ১৩ অক্টোবর: রবিবারের বাজারে এক ভাবগম্ভীর পরিবেশে এসইউসিআই (কমিউনিস্ট) দলের ময়না উত্তর লোকাল কমিটির সম্পাদক এবং পূর্ব মেদিনীপুর উত্তর সাংগঠনিক জেলা কমিটির বিশিষ্ট সদস্য কৃষক নেতা বিবেকানন্দ রায়ের স্মরণসভা অনুষ্ঠিত হল।

স্মরণসভায় আবেগ মথিত হয়ে ময়নার বহু বিশিষ্ট মানুষজন, দলের নেতা-কর্মী এবং ভ্রাতৃপ্রতিম দলের প্রতিনিধিরা শ্রদ্ধা নিবেদন করেন। শোকবার্তা পাঠান দলের অবিভক্ত মেদিনীপুর জেলার প্রথম সম্পাদক, বর্তমান পলিটব্যুরো সদস্য সৌমেন বসু। এছাড়া বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় কমিটির সদস্য মানব বেরা, রাজ্য সম্পাদকমন্ডলীর সদস্য অধ্যাপিকা অনুরূপা দাস, রাজ্য কমিটির সদস্য নন্দ পাত্র, জেলা কমিটির সম্পাদক প্রণব মাইতি, সদস্য জ্ঞানানন্দ রায়, সিপিআইএম ময়না এরিয়া কমিটির সম্পাদক অমিতাভ রায়, তার পুত্র দলের কর্মী সিদ্ধার্থ শংকর রায় সহ বিশিষ্ট মানুষ।

ময়নাবাসীর বিভিন্ন দাবি নিয়ে যেভাবে বিবেকবাবু খেয়া ভাড়াবৃদ্ধি বিরোধী, বন্যা-ভাঙ্গন রোধে, পানচাষি আন্দোলন সহ যে কোন অন্যায়ের বিরুদ্ধে একের পর এক আন্দোলন গড়ে তুলেছেন, সেই কথা সকলেই স্মরণ করেন। চূড়ান্ত অর্থনৈতিক সংকটের মধ্যেও কোনদিন অন্যায়ের সাথে আপোষ করেননি। এই বিপ্লবী চরিত্র দলের প্রতিষ্ঠাতা মহান মার্ক্সবাদী চিন্তানায়ক শিবদাস ঘোষের আদর্শকে ভিত্তি করেই অর্জন করেছিলেন। সর্বস্তরের মানুষের কাছে দলের পক্ষ থেকে আবেদন জানানো হয়, এই বিপ্লবী গুণাবলী নিজেদের চরিত্রে অর্জনের মধ্য দিয়েই বিবেক বাবুকে যথার্থ শ্রদ্ধা জানানো যাবে। তারা আশা করেন সকলে সেই আহ্বানে সাড়া দেবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *