সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ১৪ অক্টোবর: CPIML লিবারেশন, আদিবাসী অধিকার ও বিকাশ মঞ্চ সহ কয়েকটি গণসংগঠনের উদ্যোগে কয়েকদফা দাবিতে বাঁকুড়ার জেলা শাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়।

আদিবাসীদের দখলিকৃত বনের জমিতে পাট্টা ও পর্চা দেওয়া, তাতকানালি সহ বেশ কিছু গ্রামে এবং বিষ্ণুপুরের ঘুটবনে তফসিলি জাতি-উপজাতির মানুষদের উচ্ছ্বেদ সহ মামলা প্রত্যাহার, মিড ডে মিল- এর কর্মীদের সরকার নির্ধারিত নূন্যতম ১২ মাসের মজুরি সহ বোনাস, বিষ্ণুপুর সহ জেলার তিনটি পৌরসভার সাফাই মজদুরদের পি এফ- ই এস আই চালু সহ নূন্যতম মজুরি এবং মাসের ১লা তারিখ বেতন সুনিশ্চিত করার দাবি জানিয়ে স্মারকলিপি পেশ করা হয়। এছাড়াও কেন্দ্র ও রাজ্য সরকারের রাজনীতির বলি হয়ে গরিব মানুষের বন্ধ হয়ে যাওয়া ১০০ দিনের কাজ অবিলম্বে জেলায় চালু, এসআইআর- এর মধ্যে দিয়ে রাজ্যের সংখ্যালঘু সহ দলিত মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া বিজেপি সরকারের চক্রান্ত ব্যার্থ করতে প্রয়োজনীয় কাগজ রাজ্য সরকারকেই সরবরাহ করার দাবি জানানো হয়।
স্মারকলিপি দেওয়ার আগে এক সভায় বক্তব্য রাখেন বিশিষ্ট চিকিৎসক সোমরাজ মুখার্জি, বাঁকুড়া কোর্টের আইনজীবী অভিষেক বিশ্বাস, মহিলা নেত্রী তিতাস গুপ্ত আদিবাসী নেতা সহদেব টুডু, শ্রমিক নেতা ভাস্কর সিনহা সহ সিপিআইএমএল লিবারেশন- এর জেলা সম্পাদক বাবলু ব্যানার্জি ও ফারহান হোসেন খান।

