মেলা চালুর দাবিতে জেলাশাসকের কাছে দরবার

আমাদের ভারত, নদীয়, ৬ অক্টোবর: মেলা চালুর দাবি সহ ১০ দফা দাবিতে সোমবার নদীয়া জেলা শাসকের কাছে ডেপুটেশন ও মৌন মিছিল করল অল ইন্ডিয়া ফেয়ার মার্চেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। সংগঠনের পক্ষ থেকে নিখিল চন্দ্র সরকার জানান, করোনো আবহে দীর্ঘ সাত মাস মেলা বন্ধ করে তারা বসে আছেন, এখন কোনও করোনা নেই। করোনা যতদিন ছিল তাঁরা কাজ না করে ঘরে বসে ছিলেন।

তাদের বক্তব্য, শপিং মল চালু হয়েছে, বাজার হাট চালু হয়েছে, মন্দির-মসজিদ চালু হয়েছে, মিছিল-মিটিং সবকিছুই হচ্ছে সেখানে যখন করোনা নেই তাহলে করোনা কি শুধু মেলা ওয়ালাদের? পাশাপাশি তিনি আরো জানান একটা মেলায় দোকানদারের ন্যূনতম আড়াই লাখ টাকার জিনিস থাকে, আজকে সেই জিনিস হয়ত কুড়ি হাজার টাকারও নেই। উইপোকা ইঁদুরে খেয়ে সব শেষ করে দিয়েছে। তাই আজকে যদি জেলাশাসক আমাদের মেলা করার সম্মতি দেন তাহলে হয়তো আমাদের মাল কিনে পুনরায় মেলায় যেতে হবে। তাছাড়া কোনো রাস্তা নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *