পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৬ ফেব্রুয়ারি: আর কালবিলম্ব না করে রাজ্য সেচ দপ্তরের বাজেটে অর্থ বরাদ্দ করে আগামী বর্ষার আগে বহু প্রতিক্ষিত ঘাটাল মাস্টার প্ল্যানের অন্তর্ভুক্ত শীলাবতী নদীর নিম্নাংশে খনন কাজ শুরুর দাবিতে ‘ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ সংগ্রাম কমিটি’র পক্ষ থেকে আজ রাজ্যের সেচ ও জলপথ দপ্তরের প্রধান সচিব প্রভাত কুমার মিশ্রের সাথে নবান্নে ও সেচ সচিব সঞ্জয় কুন্ডুর সাথে জলসম্পদ ভবনে দেখা করে স্মারকলিপি দেওয়া হয়।
প্রতিনিধি দলে ছিলেন, কমিটির যুগ্ম সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক ও অফিস সম্পাদক কানাই লাল পাখিরা, সদস্য প্রসেনজিৎ কাপাস। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যসচিব ভগবতী প্রসাদ গোপালিকা এবং সেচ ও জলপথ দপ্তরের মন্ত্রী পার্থ ভৌমিককেও এই একই দাবিতে স্মারকলিপি দেওয়া হয়।
নারায়ণবাবু বলেন, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলার
১৩টি ব্লকের প্রায় কুড়ি লক্ষ অধিবাসীকে বাৎসরিক বন্যার হাত থেকে মুক্তি দিতে তৈরী বন্যা নিয়ন্ত্রণের স্থায়ী প্রকল্প “ঘাটাল মাস্টার প্ল্যানে” কেন্দ্রীয় সরকার নানা অজুহাতে টালবাহানা করে অর্থ বরাদ্দ না করায় রাজ্য সরকারের পক্ষ থেকেই মাস্টার প্ল্যান রূপায়ণ করা হবে বলে মুখ্যমন্ত্রী সম্প্রতি হুগলির আরামবাগের এক প্রশাসনিক সভায় যে ঘোষণা করেছেন, সেজন্য আমরা মুখ্যমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছি। আমরা চাই, অতি দ্রুত টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করে রাজ্য সেচ দপ্তর কাজে হাত দিক।