আমাদের ভারত, কলকাতা, ১৪ ডিসেম্বর: এশিয়ার বৃহত্তম কলকাতার মল্লিকঘাট ফুলবাজারের অস্বাস্থ্যকর পরিবেশ দূর করে ফুল সংরক্ষনের ব্যবস্থা সহ আধুনিক ফুলবাজার হিসাবে গড়ে তোলা, বাজার সংলগ্ন ভেঙ্গে দেওয়া ব্রিজ নতুন করে নির্মাণ, হাওড়া জেলার বাগনানে সরকারি উদ্যোগে নির্মিত ফুলবাজার অবিলম্বে চালু, পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া ফুলবাজারে বন্ধ হয়ে থাকা ফুলের হিমঘর পুনরায় চালু, দেউলিয়া সংলগ্ন পানশিলার ফুলবাজার অতি সত্বর চালু, কোলাঘাট ফুলবাজারের সামগ্রিক উন্নয়ন প্রভৃতি দাবিতে আজ সারা বাংলা ফুলচাষি ও ফুল ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে তিন জনের এক প্রতিনিধি দল নবান্নে মুখ্যমন্ত্রীর দপ্তরে স্মারকলিপি দেন।
সমিতির সাধারণ সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক অভিযোগ করে বলেন, রাজ্যের কয়েক লক্ষাধিক ফুলচাষি ও ফুল ব্যবসায়ী পরিবার এই পেশার সাথে যুক্ত থাকলেও আজও রাজ্য সরকার ফুলবাজার গুলির সামগ্রিক উন্নয়ন ঘটাতে পারেনি। এই হাজার হাজার চাষিদের প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে এক দুর্গন্ধময় পরিবেশে ফুল বিক্রি করতে হয়। বিভাগীয় দপ্তর সহ প্রশাসনিক আধিকারিকদের জানিয়েও কোনো ফল না হওয়ায় আজ মুখ্যমন্ত্রীর দপ্তরে এই স্মারকলিপি দেওয়া হয় বলে জানান নারায়ণবাবু।