আমাদের ভারত, ১২ জুন:
পঞ্চায়েত নির্বাচনে ভোটকর্মীদের সুরক্ষা সুনিশ্চিত করতে কেন্দ্রীয় বাহিনীর নিয়োজন ও জীবনবিমার দাবিতে নির্বাচন কমিশনারকে স্মারকলিপি দিল বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সঙ্ঘ।
সোমবার অখিল ভারতীয় শৈক্ষিক মহাসঙ্ঘের পশ্চিমবঙ্গ শাখা বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সঙ্ঘের পক্ষ থেকে আগত পশ্চিমবঙ্গে সাধারণ পঞ্চায়েত নির্বাচনে অংশগ্রহণকারী ভোটকর্মীদের সুরক্ষার দাবিতে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী নিয়োজিত করা এবং তাদের কার্যকরী ভূমিকার দাবিতে পশ্চিমবঙ্গ রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে স্মারকলিপি দেওয়া হয়।
বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সঙ্ঘর রাজ্য যুগ্ম সম্পাদক সৈকত মন্ডল এই প্রতিবেদককে এ কথা জানিয়ে বলেন, বহু শিক্ষক ও শিক্ষাকর্মীর উপস্থিতিতে এই স্মারকলিপি জমা দেওয়া হয়। সঙ্ঘের সমস্ত জেলার প্রতিনিধিরা উপস্থিত থেকে এব্যাপারে জোরালো দাবি তোলেন। বিগত পঞ্চায়েত নির্বাচনগুলো সহ অন্যান্য নির্বাচনে রাজ্য সহ ভোট কেন্দ্রে হিংসা হয়েছে এবং ভোটকর্মীদের সুরক্ষা নিয়ে আমরা আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছি। এ জন্য কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় নির্বাচনের দাবি জানাই।
ভোটকর্মীদের জন্য অন্তত ১০ লক্ষ টাকার জীবন বীমার দাবি করা হয়েছে যা প্রশিক্ষণের শেষ দিনে ভোটকর্মীদের হাতে তুলে দেওয়ার দাবি জানানো হয়েছে। অতীতের অভিজ্ঞতার ভিত্তিতে রাজ্য নির্বাচন কমিশনের কাছে এই দাবি করা হয়েছে। আবার এই ধরণের ঘটনা যাতে না ঘটে সে ব্যাপারে সমস্ত প্রকার নিশ্চয়তা নির্বাচন কমিশনকে দিতে হবে।

