জেলাশাসককে কেবল অপারেটরদের স্মারকলিপি

আমাদের ভারত, মেদিনীপুর, ৯ নভেম্বর : ওটিটি প্লাটফর্মে অশ্লীল দৃশ্য ও ভাষা প্রয়োগ বন্ধ করা, গ্রাহক ও দর্শকদের স্বার্থে জিএসটির হার ১৮ শতাংশ থেকে কমানোর দাবিতে এবং বর্তমান কেবল টিভি গ্রাহকদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে বিচ্ছিন্ন করার প্রতিবাদে সোমবার পশ্চিম মেদিনীপুর জেলাশাসকের কাছে স্মারকলিপি জমা দিল অল বেঙ্গল কেবল টিভি ও ব্রডব্যান্ড অপারেটর ইউনাইটেড ফোরামের পশ্চিম মেদিনীপুর জেলা শাখা। ডেপুটেশনের আগে ফোরামের পক্ষ থেকে একটি মিছিল করে জেলাশাসকের দপ্তরের গেটে জমায়েত করা হয় । পরে ফোরামের নেতৃত্বরা একটি দাবি পত্র জমা দেন । কর্মসূচিতে উপস্থিত ছিলেন জয়ন্ত মন্ডল, অরুণ চৌধুরী সহ অন্যান্য কেবল টিভি ও ব্রডব্যান্ড অপারেটরগন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *