স্নেহাশীষ মুখার্জী, আমাদের ভারত, নদিয়া, ৬ জুলাই:
ছুটির দিনে পঞ্চায়েত অফিসে বৈঠকের সময় তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক মারামারি হয়। শুধু মারামারিই নয় পঞ্চায়েত অফিসের চেয়ার-টেবিলও ভাঙ্গচুর করা হয় বলে অভিযোগ। এই ঘটনা কালিগঞ্জ পঞ্চায়েতের।
গতকাল রবিবার ছুটি ছিল সমস্ত সরকারি অফিসে, কিন্তু ছুটির দিনেই তৃণমূলের একটা বৈঠক ছিল পঞ্চায়েত অফিসে। আমফানের ত্রাণ নিয়ে তাঁরা আলোচনায় বসেছিলেন। কিন্তু হঠাৎই দুইপক্ষের মধ্যে বাকবিতণ্ডায় উত্তপ্ত হয়ে ওঠে পরিবেশ। এরপরই দুই পক্ষ হাতাহাতিতে জড়িয়ে পড়ে। শুরু হয়ে যায় ব্যাপক সংঘর্ষ। আর এই সংঘর্ষ শুরু নিজেদের মধ্যেই থেমে থাকে না তারা সরকারি অফিসের চেয়ার-টেবিলও ভাঙ্গচুর করে।
আজ এই ঘটনার প্রতিবাদে সিপিএমের পলাশী এরিয়া কমিটির পক্ষ থেকে কালিগঞ্জ বিডিওর কাছে স্মারকলিপি জমা দেওয়া হয়। সিপিএম বিডিওর কাছ স্মারকলিপি দিয়ে জানতে চায় ছুটির দিনে কিভাবে এই সভার আয়োজন করা হল। সরকারি সম্পদ ক্ষতিগ্রস্ত হওয়ার পরেও কেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হল না।