hawkers, Bankura, হকারদের পুনর্বাসনের দাবিতে বাঁকুড়া সদর মহকুমা শাসকের কাছে বামপন্থী শ্রমিক সংগঠনগুলির স্মারকলিপি

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ৫ জুলাই: উপযুক্ত পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ চলবে না বলে দাবি জানিয়ে বাঁকুড়া সদর মহকুমা শাসকের কাছে স্মারকলিপি জমা দেয় বামপন্থী শ্রমিক সংগঠনগুলি।

কেন্দ্রীয় আইন মোতাবেক এক মাসের আগাম বিজ্ঞপ্তি ছাড়া ও পুনর্বাসনের কোনো ব্যবস্থা না করে কোন হকারকে উচ্ছেদ করা চলবে না, কেন্দ্রীয় হকার আইন, ২০১৪ চালু করতে হবে, সব হকারকে লাইসেন্স ও সচিত্র পরিচয় পত্র দিতে হবে, অবিলম্বে ভেন্ডিং কমিটি গঠন করতে হবে এবং এই কমিটিতে সমস্ত কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের অনুমোদিত হকার্স ইউনিয়নের প্রতিনিধি রাখতে হবে, বৃষ্টির সময় হকারদের জন্য অস্থায়ী ছাওনি তৈরী করে দিতে হবে, ভ্যান রিকশায় যারা বালি সরবরাহ করে থাকে তাদের ওপর পুলিশি জুলুম বন্ধ এবং পুলিশ কর্তৃক বাজেয়াপ্ত করা তাদের ভ্যানগুলি অবিলম্বে নিঃশর্তে ফেরত দেওয়ার দাবি জানানো হয়। ন’ দফা দাবি সম্বলিত স্মারকলিপি পেশ করেন এক প্রতিনিধি দল। প্রতিনিধি দলে ছিলেন উজ্জ্বল সরকার, অশোক ব্যানার্জি (সিআইটিইউ), ভাস্কর সিনহা (এআইটিইউসি), অনাদি মাহাতো (ইউটিইউসি), বিশ্বজিত সিনহা (টিউসিসি), শান্তি সরকার (১২ই জুলাই কমিটি) এবং হকারদের প্রতিনিধি অজয় ব্যানার্জি ও নিমাই দত্ত।

উল্লেখ্য, গত ২ জুলাই থেকে বাঁকুড়া শহরে ফুটপাত ও সরকারি জায়গা জবরদখল মুক্ত করতে অভিযান শুরু করেছে পুরসভা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *