আমাদের ভারত, মেদিনীপুর, ৩ এপ্রিল: এলাকার দিনমজুরদের সাহায্য করতে এগিয়ে এল গ্রামের শীতলা পুজো কমিটির সদস্যরা। সারা দেশজুড়ে করোনাভাইরাসের জেরে চলা লকডাউনের ফলে খুবই সংকটজনক অবস্থায় দিন কাটাচ্ছেন দিন আনা দিন খাওয়া শ্রমজীবী মানুষরা। তাই এই দিনমজুরদের সাহায্যে এগিয়ে এসেছে পশ্চিম মেদিনীপুর জেলার বাখরাবাদ অঞ্চলের মণিরাজ গ্রামের শীতলা পুজো কমিটিl শুক্রবার কমিটির সদস্যদের উদ্যোগে এলাকার দিনমজুরদের চাল, ডাল, আলু দেওয়া হয়। শীতলা পূজা কমিটির সঙ্গে দিনমজুরদের সাহায্য করতে হাত বাড়িয়ে দেন এলাকার সিভিক ভলান্টিয়াররাও।