কুমারেশ রায়, আমাদের ভারত, মেদিনীপুর, ৯ এপ্রিল: করোনা আতঙ্কে লকডাউনে গৃহবন্দি থেকে হাসিমুখ যেন হারিয়ে গিয়েছে শহরবাসীর। তাই বাসিন্দাদের মনোবল অটুট রাখতে রাজপথে গান গেয়ে সচেতনতার বার্তা পুলিশের।
এর আগে সোশ্যাল মিডিয়ায় দেখা গিয়েছে, মাইক হাতে গান গাইছেন হায়দরাবাদ, পুনে বা মুম্বই পুলিশ। কলকাতার রাজপথেও পুলিশ গান গাইছে কিন্তু বৃহস্পতিবার সকালে এইরকমই দৃশ্য দেখা গেল ঘাটাল শহরের কয়েকটি জায়গায়। জেলা পুলিশ ব্যান্ডের সদস্যরা ব্যান্ড বাজিয়ে গাইলেন ‘আমরা করব জয়’, ‘উই শ্যাল ওভারকাম’। রাস্তায় রাখা সাউন্ড বক্সের মাধ্যমে সেই গান ছড়িয়ে গেল সারা এলাকায়।
পুলিশের এই উদ্যোগকে অনেকেই প্রশংসা করেছেন।গানবাজনার মাঝে ঘাটাল থানার ওসিকে মাইক হাতে বলতে শোনা যায়, নিয়ম মেনে চলুন, না হলে অাপনি ফিরে অাসবেন কিনা তার অনিশ্চয়তা নেই। তাই অামাদের নিয়ম মেনে চলতে হবে। তা হলেই জয় আমাদের হবে।