আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ২৬ সেপ্টেম্বর: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন উপলক্ষ্যে করোনা হাসপাতালের ডাক্তার নার্স ও স্বাস্থ্যকর্মীদের সংবর্ধনা দিল পূর্ব মেদিনীপুর জেলা স্ট্রীট ভেন্ডার্স ইউনিয়নের চন্ডিপুর শাখার সদস্যরা। করোনা যোদ্ধা হিসেবে ডাক্তার নার্স ও স্বাস্থ্যকর্মীদের পাশাপাশি চন্ডিপুর ব্লকের বিডিওকেও সংবর্ধনা দেওয়া হয়। করোনা যোদ্ধাদের হাতে উত্তরীয়, স্মারক, ফুলের তোড়া ও মিষ্টির প্যাকেট তুলে দেওয়া হয়। পাশাপাশি হাসপাতালে চিকিৎসাধীন ১২০ জন করোনা আক্রান্ত রোগীদের হাতে উপহার হিসেবে ফলের প্যাকেট তুলে দেওয়া হয়। সংবর্ধনা প্রাপকদের মধ্যে উল্লেখযোগ্য হলেন চন্ডীপুর ব্লকের বিডিও অভিষেক দাস, চন্ডীপুর মাল্টি স্পেসালিটি হাসপাতালের চিকিৎসক ডাঃ রত্নদ্বীপ ঘোষ, ডাঃ পবিত্র জানা প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রশান্ত পন্ডিত, অজিত ঘোড়ই, গৌতম দাস, মনোরঞ্জন মাইতি, প্রতীক জানাদের মতো এলাকার বহু বিশিষ্ট মানুষ। এভাবেই বিদ্যাসাগরের দয়া ও সেবার আদর্শকে সামনে রেখে করোনার বিরুদ্ধে সামনের সারিতে থেকে লড়াইয়ে সামিল যোদ্ধাদের সংবর্ধিত করার মাধ্যমে বিদ্যাসাগরের জন্মদিন পালন করতে পেরে খুশি পূর্ব মেদিনীপুর জেলা স্ট্রিট ভেণ্ডারর্স ইউনিয়নের চণ্ডীপুর শাখার সদস্যরা।