পার্থ খাঁড়া, আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ২৮ ডিসেম্বর: দীর্ঘ আন্দোলনের ফলে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের পক্ষ থেকে এক ঠিকাদারকে কোলাঘাট ব্লকের পরমানন্দপুরের যোগীদহ থেকে বরদাবাড় পর্যন্ত টোপা ড্রেনেজ খাল সংস্কারের ওয়ার্ক অর্ডার দেওয়া হয়েছে। এর জন্য বরাদ্দ করা হয়েছে ৭৪ লক্ষ ৮৯ হাজার ১১৮ টাকা।
কোলাঘাট ব্লক প্রশাসনের পক্ষ থেকে আজ ২৮ ডিসেম্বর উত্তর জিঞাদা হাইস্কুলে সংশ্লিষ্ট সবাইকে নিয়ে সকালে এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন, পঞ্চায়েত সমিতির সভাপতি সুরজিত মান্না, সেচ দপ্তরের খন্যাডিহির এস.ও, কৃষক সংগ্রাম পরিষদের সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক, বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপ প্রধান সহ এলাকার বিভিন্ন স্তরের জনপ্রতিনিধিরা।
সভায় নারায়ণবাবু সেচ দপ্তরের ড্রয়িং অনুযায়ী যাতে খাল সংস্কার হয় এবং বোরো মরশুমের ধান চাষ যাতে ব্যাহত না হয়, সেজন্য অতি দ্রুত কাজ শুরুর আবেদন জানান। সভার আগে সকালে সমগ্র খাল এলাকা তিনি পরিদর্শন করেন।
সভা থেকে সাগরবাড়, সিদ্ধা-১, বৃন্দাবনচক, পুলশিটা গ্রাম পঞ্চায়েতে প্রধানকে আহ্বায়ক করে একটি উপভোক্তা কমিটি গঠিত হয়, এবং আগামী সপ্তাহে কাজ শুরু হবে বলে জানানো হয়।

