Meeting, Jalpaiguri, জলপাইগুড়ি ও কোচবিহার মেডিক্যাল কলেজ ও হাসপাতালের নিরাপত্তা বিষয়ে বৈঠক

আমাদের ভারত, জলপাইগুড়ি, ৪ ডিসেম্বর: আরজিকরের ঘটনার পর রাজ্যের সব মেডিক্যাল কলেজ ও হাসপাতালের নিরাপত্তা জোরদার করতে উদ্যোগী হয়েছে স্বাস্থ্য দফতর। রাজ্যের প্রাক্তন পুলিশ অফিসার সুরজিৎ কর পুর কায়স্তের নেতৃত্বে অডিট কমিটি গঠন করা হয়েছে। বুধবার জলপাইগুড়ির জেলাশাসক দফতরের আরটিসি হল ঘরে জলপাইগুড়ি ও কোচবিহারের মেডিক্যাল কলেজ ও হাসপাতালের নিরাপত্তা নিয়ে বিষদে আলোচনা করতে বৈঠক হলো। একাধিক স্বাস্থ্য আধিকারিকের পাশাপাশি রাজ্য কমিটির প্রতিনিধিরা ছিলেন।

উল্লেখ্য, আর জি কর কাণ্ডের পর হাসপাতালগুলির নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। দ্বিতীয়বার আর জি কর কাণ্ডের মত ঘটনা যেন না হয় সেদিকে জোর দেওয়া হয়েছে। এই কারণে এদিন জলপাইগুড়ি ও কোচবিহার মেডিক্যালের নিরাপত্তা ব্যবস্থা কী রয়েছে কী দরকার সবটাই আলোচনা হয় বৈঠকে। এ ছাড়া নিরাপত্তাকে কেন্দ্র এখনও পর্যন্ত কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে সেটাও সরেজমিনে খতিয়ে দেখলেন কমিটির প্রতিনিধিরা।

জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পুলিশ ফাঁড়ি হলেও কোচবিহার মেডিক্যাল কলেজ ও হাসপাতালে এখনও পুলিশ ফাঁড়ি করা হয়নি বলে বৈঠকে তুলে ধরলেন স্বাস্থ্য আধিকারিকরা। বৈঠক শেষে জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের নিরাপত্তা সরেজমিনে ঘুরে দেখলেন রাজ্য কমিটি। কমিটিতে রয়েছেন কলকাতার যুগ্ন কমিশনার কর্নেল নভেন্দ্র সিং পাল, ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) জয় বিশ্বাস, কলকাতার ডেপুটি পুলিশ কমিশনার পুষ্পা, পূর্ত দফতরের (স্বাস্থ্য) সুপারেনটেন্ডিং ইঞ্জিনিয়ার তাপস মাইতি, স্বরাষ্ট্র পার্বত্য বিষয়ক দফতরের সচিব সোম্য ভট্টাচার্য, স্বাস্থ্য দফতরের যুগ্ন সচিব খলিল কাইজার সহ অনেকে।

স্টেট লেভেল সিকিউরিটি অডিট কমিটি চেয়ারম্যান সুরজিৎ কর পুরকায়স্থ বলেন, মেডিক্যাল কলেজ ও হাসপাতালের নিরাপত্তা নিয়ে আলোচনা হল। কী করা হয়েছে এখনও পর্যন্ত, কী কী করতে হবে সবটাই তুলে ধরা হলো বৈঠকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *