HS, Meeting, Jalpaiguri, উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি বিষয়ে বৈঠক জলপাইগুড়ি জেলা পরিষদ হলে

আমাদের ভারত, জলপাইগুড়ি, ২৯ জুলাই: উচ্চ মাধ্যমিক পরীক্ষা এবছর প্রথম দু’টি ধাপে হতে চলছে পশ্চিমবঙ্গে। সেপ্টেম্বর মাসে প্রথম ধাপের পরীক্ষা। ফেব্রুয়ারি মাসে দ্বিতীয় ধাপে বোর্ডের তরফে পরীক্ষা হবে।

আজ উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি নিয়ে জলপাইগুড়ি জেলা পরিষদের হল ঘরে উচ্চ শিক্ষা দফতর জেলা প্রশাসনের প্রতিনিধিদের উপস্থিতিতে এক জরুরি বৈঠকে বসে। বর্ষার সময় যেহেতু পরীক্ষা হচ্ছে সেই কারণে প্রশাসনের তরফে সব রকম ব্যবস্থা করা হচ্ছে বলে এ দিনের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে। বিশেষ করে বাড়তি নজর দেওয়া হয়েছে ডুয়ার্সে। কারণ ডুয়ার্সে একাধিক পাহাড়ি নদী রয়েছে। যখন তখন নদীর জল বেড়ে যেতে পারে, এই কারণে বাড়তি নজর বলে দাবি।

অন্যদিকে জঙ্গল এলাকায় পরীক্ষার্থের যাতায়াতের জন্য সব ব্যবস্থা করা হবে বনদফতরের উদ্যোগে বলে দাবি। দুটি ভাগে পরীক্ষা হবে। দুই ভাগের পরীক্ষার পর ফাইনাল নম্বর দেওয়া হবে পরীক্ষার্থীদের।

এ দিনের বৈঠকে উপস্থিত ছিলেন জেলা বিদ‍্যালয় পরিদর্শক (মাধ্যমিক) বালিকা গোলে, জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন, ডিআই বালিকা গোলে, জয়েন্ট কনভেনায় (জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট উচ্চমাধ্যমিক পরীক্ষা ২০২৬) ভৈরব বর্মণ সহ অন্যান্যরা। সব পরীক্ষা কেন্দ্রের ভেনু সুপারভাইজার, সেন্টার ইনচার্জরা ছিলেন।

রাজ্যের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি‌ চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, “কলকাতায় বসে একাধিক বার বৈঠক হয়েছে। আবার সব জেলা ধরে ধরে পরীক্ষার প্রস্তুতি নেওয়া হচ্ছে। স্কুলের পরীক্ষার্থীরা এই প্রথম ওয়েমার্কশিটে পরীক্ষা দিতে চলছে। জেলায় মূল সেন্টার ১৭টি পরীক্ষা কেন্দ্র ৭৪টি হচ্ছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *