Meeting, Canal, আগামী বর্ষার আগে দেহাটী ও চাপদা-গাজই নিকাশী খাল পূর্ণাঙ্গ সংস্কারের বিষয়ে সভা

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ৩০ নভেম্বর: কোলাঘাট ব্লকের গুরুত্বপূর্ণ দেহাটী ও চাপদা-গাজই খাল বর্ষার জমা জল বের হওয়ার পরই পূর্ণ সংস্কারের দাবিতে আজ বিকেলে ক্ষেত্রহাট প্রাইমারি স্কুলে কৃষক সংগ্রাম পরিষদের উদ্যোগে জলবন্দি এলাকার ভুক্তভোগীদের মানুষজনদের এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পূর্ণচন্ডী পাত্র। মূল বক্তব্য রাখেন পরিষদের সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক। সভায় শতাধিক মানুষ উপস্থিত ছিলেন। সভা থেকে উপরোক্ত দাবিতে পাঁশকুড়া সেচ দপ্তরে গণ ডেপুটেশনের কর্মসূচি নেওয়া হয়। সভায় কৃষক সংগ্রাম পরিষদের গাজই খাল শাখা কমিটি গঠিত হয়।

নারায়ণ চন্দ্র নায়ক বলেন, সম্প্রতি পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন সোয়াদিঘি, গঙ্গাখালি, দেহাটী সহ তমলুক মহকুমার যে ১৩টি খাল পূর্ণাঙ্গ সংস্কারের সিদ্ধান্ত নিয়েছে ওই তালিকায় চাপদা-গাজই খালকেও যুক্ত করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *